রূপগঞ্জে চেয়ার‌ম্যান প্রার্থীরা যে প্রতীক পেলেন, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী ২ জন

নির্বাচন
নির্বাচন

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং কর্মকর্তা মো. সাকিব আল রাব্বি জানান, চেয়ারম্যান পদে দুই প্রার্থী আনারস প্রতীক চেয়েছিলেন। তবে আবু হোসেন ভূঞা (রানু) পেয়েছেন আনারস প্রতীক এবং মো. হাবিবুর রহমান পেয়েছেন দোয়াত কলম প্রতীক।

এর আগে, ৩০ এপ্রিল রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে করে ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন।