রোটার‍্যাক্ট ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রালের প্রথম সভা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি :

বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের রোটারি ২০২৩-২০২৪ বর্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জের চাষাড়ার ল্যাবএইড হসপিটালের অডিটোরিয়ামে নবনির্বাচিত প্রেসিডেন্ট কামরুজ্জামান রানাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে রোটারি ২০২৩-২০২৪ বর্ষের কলার হ্যান্ডওভার করার মাধ্যমে সভা শুরু করেন রোটার‍্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের উপদেষ্টা ও পিএসসিসি মনিরুল ইসলাম মনি।

রোটারি ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের নবনির্বাচিত প্রেসিডেন্ট কামরুজ্জামান রানা পরবর্তীতে ক্লাবের নতুন দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি ও পরিচালক পর্ষদকে আগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচালনা পর্ষদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাজিদ মাহবুব, সেক্রেটারি মিয়া মোহাম্মদ ইশতিয়াক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব তোলারাম কলেজের আইপিপি নুরে আলম সবুজ, দৈনিক সময়ের আলোর সাংবাদিক আরিফ হোসাইন কনক, রোটার‍্যাক্ট ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রালের পিপি রোটার‍্যাক্টর জাহিদ হাসান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সঞ্জিব কর্মকার মনু, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর খালেদ বিন হাশেম মুন্না প্রমুখসহ নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ।