শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভী বললেন, ‘ওনি দক্ষ রাজনীতিবিদ’

স্টাফ রিপোর্টার :

বিগত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক দৃশ্যমান হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ দ্বন্দ্ব চলছে। এরুপ বিরোধের মধ্যে এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এমপি শামীম ওসমান প্রসঙ্গে কথা বলেছেন। এমনকি শামীম পরিবারের সাথে ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই বলেও মন্তব্য করেছেন। এছাড়াও সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে দক্ষ রাজনীতিবিদ বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার (১৫ জুলাই) একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারের এক অংশে মেয়র আইভী এ কথা বলেন। সাক্ষাতকারের এক পর্যায়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রসঙ্গে প্রশ্ন করেন ওই প্রতিবেদক। 

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সাথে প্রবাসীদের সমস্যা হয়েছে। এ বিষয় কী কিছু জেনেছেন। প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, ‘আমি জেনেছি। এটা আমার কাছে এরকম কিছু মনে হয়না। এটা হতেই পারে। ওনি (শামীম ওসমান) অনেক দক্ষ রাজনীতিবিদ, ওনি ওনার মত করে টেকেল দিবেন। এখানে মন্তব্য করার মত কিছু নেই। 

ভবিষ্যতে শামীম পরিবারের সাথে আপনার সম্পর্ক কেমন যাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সাথে কারো সম্পর্ক খারাপ না। আমার সাথে নীতিগতভাবে দ্বন্দ্ব থাকতে পারে। নারায়ণগঞ্জের সিচ্যুয়েশনের কারণে সমস্যা থাকতে পারে। কিন্তু ওনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কোন দ্বন্দ্ব নেই।