শামীম ওসমানের নেতৃত্বে ৫টি আসনে নৌকা উপহার দিবো : আব্দুল কাদির

সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে আনন্দ মিছিল শেষে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির বলেন, যারা দিয়েছে আবরোধ তাদের মাথায় নেই কোন বোধ। আজকে নারায়ণগঞ্জে এবং সারা বাংলাদেশে কোথাও কোন অবরোধ হচ্ছে, হচ্ছেনা। হরতালের নামে অবরোধের নামে যারা মানুষ হত্যার চেষ্টা করতেছে, বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই আসুন, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি শামীম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা উপহার দিবো। 

আনন্দ মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু হয়ে কালীরবাজার হয়ে দুই নং রেলগেট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে এসে শেষ হয়।  

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জিএম আরমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, জেলা  শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল কাদির, সদস্য সচিব কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, কাউন্সিলর শাহজালাল বাদল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আজমত উল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।