শামীম ওসমানের হুঁশিয়ারির পরে টনক নড়লো পানি উন্নয়ন বোর্ডের

শামীম ওসমানের হুঁশিয়ারির পরে টনক নড়লো পানি উন্নয়ন বোর্ডের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ময়লা পানিতে নেমে দাঁড়িয়ে থাকার হুঁশিয়ারি দেওয়ার পর টনক নড়লো পানি উন্নয়ন বোর্ডের। ডিএনডির অভ্যন্তরে জলাবদ্ধতার পানি দ্রুত নিষ্কাশন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রামাণিক।

মঙ্গলবার (০৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশনের পাম্প স্টেশন পরিদর্শন করেন। সেখানে গিয়ে কর্মকর্তাদের কাছ থেকে জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও কোরবানির পশুর বর্জ্যের কারণে নিষ্কাশন খালে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ডিএনডি উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা-নারায়ণগঞ্জ ও ডেমরার বেশ কিছু নিম্ন এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকার মানুষের এ ভোগান্তি দূর করতে পানি নিষ্কাশন খালগুলোর বাঁধাসমূহ অপসারণ ও পানি প্রবাহ নিশ্চিত করে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করার নির্দেশ দেন তিনি।

পরে পানি উন্নয়র বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রামাণিক শিমরাইল পাম্প স্টেশনের নিষ্কাশন কাজ পরিদর্শন করেন। এরপর প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও জালকুঁড়ি এলাকায় গিয়ে জলবদ্ধতার পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, নির্বাহী প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমান, নির্বাহী প্রকৌশলী শাহ আলম ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প কর্মকর্তা গাজী নাজমুল হোসেনসহ পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর কর্মকর্তারা।

এর আগে গত সোমবার (২ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প স্টেশন পরিদর্শন করে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জলাবদ্ধতার ব্যাপারে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। এসময় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে শামীম ওসমান গভীর দুঃখ প্রকাশ করেন। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘট পালনের ঘোষণাও দেন তিনি।

সংসদ সদস্য শামীম ওসমানের এ ঘোষণার পর থেকেই পানি উন্নয়ন বোর্ডের পাম্প স্টেশনে পানি নিষ্কাশনের কাজের গতি আরও বেড়ে যায়।