শিশু হত্যায় দায়ে তিন শিশুর কারাদণ্ড

রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছরে শিশু সাগর বর্মনকে হত্যার ঘটনায় তিন শিশুকে তিন বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন। 

কারাদণ্ড প্রাপ্তরা হলো- কিশোরগঞ্জের তাড়াইল দড়িজাহাঙ্গীরপুর এলাকার রিটনের ছেলে রাকিব (১২), করিমগঞ্জের গুজাইদা লামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে মো. আকাশ (১২) ও নরসিংদীর কাজীকান্দী এলাকার আ. হান্নানের ছেলে মো. সোহেল (১৩)। 

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা এক শিশু হত্যা মামলায় আদালত তিনজন শিশুকে তিন বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময়ে শিশু আসামীরা আদালতে উপস্থিত ছিলো।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে সাগর বর্মণকে হত্যা করে। যা সারাদেশজড়ে আলোচনা সৃষ্টি করে। নিহত শিশু সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।

তিনি আরও বলেন, সাগরকে প্রায় সময়ই শিশু আসামীরা গালিগালাজ করতো। সেই সাথে বিভিন্ন সময় এই গালিগালাজের প্রতিবাদ করতো সাগর। এতেই ক্ষিপ্ত হয়ে সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় নিহত শিশুর বাবা রতন বর্মণ মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।