জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার নামাজের পর আড়াইহাজারের সদর আশিক সুপার মার্কেটে এ শীত বস্ত্রগুলো বিতরণ করা হয়।
এ সময় পারভীন আক্তার বলেন, এই সরকার বেশি দিন টিকে থাকতে পারবেনা। বাংলার জনগণ জানে এবারের নির্বাচন কেমন হয়েছে। এছাড়া ২০১৪ সালের বিনা ভোটের সরকার, ২০১৮ সালের নিশিরাতে সিল মেরে তারা ক্ষমতায় এসেছে। জিয়ার সৈনিকরা ফের গণতন্ত্র পুন:রুদ্ধার করবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি গুলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরওয়ার্দী মিয়া, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল নেতা খোরশেদ আলম, আড়াইহাজার জিয়া মঞ্চের আহ্বায়ক আরাফাত সিদ্দিক প্রমুখ।