সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় মিলল যুবকের লাশ

লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ফতুল্লার মুন্সিবাগ এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে অতিরিক্ত মাছির ভনভনানি থেকে পথচারীদের দৃষ্টি যায় কম্বলে মোড়ানো বস্তুটির দিকে। তবে অনেকেরই ধারণা ছিল লাশ হবে। তখন বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মোড়ানো কম্বল খুলতেই বেরিয়ে আসে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি পরা হাত-পা বাঁধা যুবকের লাশ। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ধারণা করা হচ্ছে— লাশটি সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডটি অন্য কোনো স্থানে সংঘটিত হয়েছে। লাশটি সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।