বাংলার নারায়ণগঞ্জ ডটকম :
দুর্গোৎসব উপলক্ষে ২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু। শনিবার (২১ অক্টোবর) বিকেলে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে এই অর্থ প্রদান করা হয়।
কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু বলেন, দুর্গোৎসব উপলক্ষে উপহার হিসেবে ২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছি। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় অংশ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। সমাজের দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতা করতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়।
তিনি আরও বলেন, আমি তাদেরকে উপহার হিসেবে নগদ অর্থ দিয়েছি। কিন্তু উপহারের কোন মাপকাঠি হয়না। একারণে উপহারের টাকার অংকের পরিমাপ বলতে পারছিনা। তবে সকলের মাঝে উপহারের টাকা দিতে পেরে খুব ভালো লাগছে।