সম্মেলনের এক দিন আগে নারায়ণগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজীবকে শোকজ

সম্মেলনের এক দিন আগে নারায়ণগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজীবকে শোকজ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যিনি আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে মাসুকুল ইসলাম রাজীবের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ৫ দিনের মধ্যে একটি লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে রাজীবের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি ভূঁইফোড় সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে বলে গণমাধ্যমসহ বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা গেছে। দল আরও অবহিত হয়েছে শুধুমাত্র এ সংগঠনের সাথে যুক্তই না বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, নানাবিধ অপপ্রচার ও দলবিরোধী ষড়যন্ত্রে জড়িত আছেন। এমন কর্মকা-শুধু সংগঠন বিরোধীই নয় বর্তমান দুঃসময়ে দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, আমাকেও কেন্দ্রীয় বিএনপি থেকে এ নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশে মাসুকুল ইসলাম রাজিবকে ৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি যদি তার পক্ষে উপযুক্ত প্রমাণ কেন্দ্রীয় বিএনপির কাছে দিতে পারে তাহলে তিনি দলে থাকতে পারবে। আর যদি তা না পারে তাহলে দল সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত নিবে তাকে তা মেনে নিতে হবে।

জানা গেছে, আগামী ১৭ জুন সকালে সিদ্ধিগরঞ্জ এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন মাসুকুল ইসলাম রাজীব। আর এ সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার পর থেকেই তাকে নিয়ে নানা আলাপ আলোচনা সরগরম রয়েছে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে।