স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ সদর থানা ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ডাদেশ কোনভাবেই দেশের মানুষ মেনে নেবে না। এই রায় সরকারের ফরমায়েশি রায়। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্য এই রায় দিয়েছে।
বুধবার (২ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর কারাদণ্ডাদেশের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে কোন ধরনের রায় দেওয়া হচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। এই সরকার তাদের ইচ্ছেমত মামলা দিচ্ছে, বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এখন বিএনপির কর্ণধারদের জনপ্রিয়তার ঈর্ষানিত হয়ে তারা ভয় পাচ্ছে। এ কারণে এই রায় দিয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখায় অপচেষ্টা করছে। আমরা এই রায় মানিনা। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যে কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আমরা প্রস্তুত আছি।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত বুধবার (২ আগস্ট) এই রায় দেন। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল সহ ক্ষোভে ফুঁসে উঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।