শহর প্রতিনিধি :
রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুরণকারী নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও সদ্য প্রয়াত মাহমুদুর রহমানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় প্রয়াত মাহমুদুর রহমানের বাড়িতে তার পরিবার সদস্যদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রিজভী তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হলেই কেবল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, তার আগে নয়।
তিনি বলেন, এই সরকারের অধিনে নিশি রাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর পার্লামেন্ট বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী বিরুদ্ধে রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘ এই মামলা এবং রায় সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে সরকার এ ধরনের সাজা দিচ্ছে।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু উপস্থিত ছিলেন।