বাংলার নারায়ণগঞ্জ ডটকম : শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে তিন দিনে সহস্রাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজার উপহার বিতরণ করা হয়। সোমবার (২৩ অক্টোবর) দূর্গা পূজার নবমীতে সকাল থেকে বিকাল পর্যন্ত ওয়ার্ডের আমলাপাড়া, গলাচিপা রামকানাই আখড়া, কুমুদিনী বাগান, মাসদাইর ও হরিজন পল্লীর পাঁচ শতাধিক মানুষের মধ্যে শাড়ী, থ্রিপিস বিতরণ করেন মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও টিমের স্বেচ্ছাসেবকবন্দ।
এসময় কাউন্সিলর খোরশেদ জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে আরো আনন্দময় করতে আমরা প্রতি বছরই এই উদ্যোগ নিয়ে থাকি। সপ্তমীতে রবিদাসপাড়া ও জামতলায়, অষ্টমীতে গলাচিপা কুড়িপাড়ায় উপহার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, কাউন্সিলর খোরশেদ গত ২০ বছর যাবত নিয়মিত দূর্গা উৎসবে উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। গত তিন দিনে ৮ স্পটে সহস্রাধিক মানুষের মধ্যে পূজার উপহার বিতরন করা হয়।