সাইনবোর্ডে ফাঁকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিসমিল্লাহ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে অনাবিল পরিবহনের একটি রাখা ছিল। এসময় অজ্ঞাত কয়েকজন  যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ এগিয়ে গিয়ে তাদের ধরতে চেষ্টা করেনি। পরে স্থানীয়রা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে গাড়ির ভেতরের সিট সহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। এই বাস প্রতিদিন সাইনবোর্ড স্টপেজ হয়ে যাত্রী আনা-নেওয়া করে থাকে বলে স্থানীয়রা জানান।বিষয়টি নিশ্চিত করে 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এই ঘটনায় বাসটি পুড়ে গেছে। এ ছাড়া কোন হাতহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা নেই। এ বিষয়ে পুলিশ বলতে পারবে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় তদন্ত চলছে।