সামনের সময়টা অনেক কঠিন, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ষড়যন্ত্র চলছে : শামীম ওসমান

নিজস্ব প্রতিনিধি :

সামনের সময়টা অনেক কঠিন, এটা আপনারা সবাই বুঝেন। এই সময়টা আমাদের জন্য খারাপ না, এই সময়টা দেশের জন্য খারাপ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যে মুহূর্তে বাংলাদেশের প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য না। এই ষড়যন্ত্র হচ্ছে দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা এখন বাংলাদেশের সম্পদ। উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, 

নারায়ণগঞ্জে যে পরিমাণ কাজ হয়েছে, এমন কোন এলাকা নেই যেখানে কাজ হয়নি। এগুলো আল্লাহর রহমতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উছিলায় এই কাজ হয়েছে। মানুষ ঘরের সামনে সড়ক দেখতে পায়, উন্নয়ন দেখতে পায়। কিন্তু তার চেয়ে বেশি চায় শান্তিতে ঘুমাতে। মানুষ দেখতে চায়না কেউ মাদক বিক্রি করছে, সন্ত্রাস করছে, কিশোর গ্যাংয়ের ঝগড়া, সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা। মানুষ এসব দেখতে চায়না। তারা শান্তি চায়। 

তিনি বলেন, নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ হচ্ছে, আইটি ইনস্টিটিউট হচ্ছে। এগুলো ব্যাবহার করবে কে যদি আমাদের শন্তান নষ্ট হয়েন যায়। ওরা তো আমাদের ভবিষ্যত। এইযে এইখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, উনি এতকষ্ট করছেন কেন। রাত ২টা বাজে ওনার বাসার বাইরে শত শত লোক দেখা যায়। জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই তিনি এই পরিশ্রম করে যাচ্ছে।

তিনি আরও বলেন, কে কোন দলের বা কার লোক করে দেখবেন না। নারায়ণগঞ্জের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। আপনারা সেই ব্যবস্থা করে দেন, আমরা আপনাদের সাথে আছি। নাহলে মানুষের সামনে গিয়ে আমরা দাঁড়াতে পারবো না। যেই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। আমরা মানুষের শান্তি চাই।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।