সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ছালাম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে হীরাঝিল আবাসিক এলাকার ডিএনডি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছালাম হিরাঝিল আবাসিক এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে চাকরি করতেন। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে মরদেহটি খালে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।