সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের এক পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির ৫ম তলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলা হঠাৎ করে কারখানাটি তে আগুন লেগে যায়। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন। তিনি বলেন, আগুন এখনো নিভেনি। তবে বলা চলে, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা সম্ভব হবে।