সিদ্ধিরগঞ্জে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড বাস চাপায়   রবিউল(৩৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সাহেবপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত রবিউল নওগাঁ জেলার সদর থানার বাসিন্দা।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৬১৪) দ্রুতগতিতে  চলছিল, প্রো একটিভ মেডিকেলের সামনে এসে বাসটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ইজিবাইক চালক হুমরি খেয়ে সামনে পরে ও বাস তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হন। এঘটনায় বাস চালক মনির (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক চালক ও বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *