সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেনা বেগম (৬৮) নামক এক নারীর পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, নাসিক ৭ নং ওয়ার্ডস্থ মৃত হুমায়ুন সাহেবের ছেলে রাজু (৪২) মুন্না (৪৩), সিমান্ত (৩২), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রনি (৪৫), আল-আমীন (৪০) এবং পাগলাবাড়ি এলাকার মৃত সুন্দর আলীর ছেলে শরীফ (৪০)।
অভিযোগ সুত্রে জানা, ভুক্তভোগী নারী আমেনা বেগমের কদমতলী গ্যাস লাইন এলাকাস্থ একটি বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিল অভিযুক্তদের সঙ্গে। তারই জের ধরে গত ২৫ অক্টোবর বিকেল ৫ টার সময়ে দলবদ্ধ হয়ে তার বসবাসরত বাড়িতে যান অভিযুক্তরা। সেখানে ওই নারীর সঙ্গে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি ধামকি প্রদান করে। একপর্যায়ে গালমন্দ করার জন্যে নিষেধ করলে তাকে প্রাণনাশের দিয়ে চলে যান তারা। পরে একদিন যেতেই ২৬ অক্টোবর রাতে তার ছেলে আমিনুল হক টুটুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে এবং বর্তমান সরকারের চোখে কালার করার লক্ষ্যে জাতীয়তাবাদ দল বিএনপির নামে পোস্টার টাঙিয়েছেন। ওই পোস্টারগুলোতে লিখা ছিলো ২৮ অক্টোবরে নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের দাবির এক দফার কর্মসূচিতে যোগ দিন। অথচ তার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত না বলেও তিনি জানান।
এ বিষয়ে ওই নারীর ছেলে আমিনুল হক টুটুল জানান, আমার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার সন্ত্রাসী সজুর সাথে জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। গত কয়েকদিন আগে আমি একটি গণমাধ্যমে নির্যাতনের শিকার হয়ে সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়া হচ্ছে। আজ সরাসরি সজুর ভাইয়েরা এবং তার কয়েকজন সহযোগী আমার বাসায় এসে আমাকে হত্যার হুমকি দিয়ে গেছেন। তারা আমার ছবি ব্যবহার করে বিএনপি ব্যানার তৈরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাই।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান জানান, একজন বৃদ্ধ মহিলা এসে অভিযোগ করেছেন। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।