সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সাকিব (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে  চিটাগাং রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সাকিবের বাবা মো. ইকরাম হোসেন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় পানিতে পড়ে যায় সে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দ্রুত একটা হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।