সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সামাজিক উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড পশ্চিম এনায়েতনগরে সভার আয়োজন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব খায়রুল কবির এর সভাপতিত্বে ও কাজী অহিদ আলম এর সার্বিক ব্যবস্হাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন, সেকান্দার প্রধান, আব্দুল ওআহেদ তালুকদার, আব্বাস উদ্দিন খান, আনিসুর রহমান, লুৎফর রহমান কাকন, জাকির হোসেন লস্কর জয়, আব্দুল ওহাব, সালামাতুল্লা, আব্দুস সামাদ সরকার, মাহাবুবুর রহমান মোল্লা, হামিদুল ইসলাম, মমিনুল আলম পুষন, আরিফ মাহামুদ, এ্যাড. রাকিব, কাজী রাকিব, সবুজ পধান, শরীফ প্রধান, কাজী রাজীব, ওমর ফারুক হ্রদয়, মিরাজ প্রধান, শাহীন, ফিরোজ, নুরহোসেন, শামীম, অঙ্কন, মোস্তফা, হিরন ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।
সভায় এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যেমন পঞ্চায়েত কমিটি গঠন, সামাজিক ক্লাব গঠন, গ্রান্থাগার তৈরী, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।