সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা কতৃক আয়োজিত মহিলাদের আত্মকর্মসংস্থানে জন্য ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল।
জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান, জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি ও সুদীপ্তা রমা শীল।
জাতীয় মানবাধিকার সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার এর সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সাথী, পিরোজপুর ইউপির মহিলা সদস্য পলি আক্তার, বৈদ্যোরবাজার ইউপি মহিলা সদস্য নারগিস আক্তার, সোনারগাঁ উপজলা মহিলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না, হনুফা আক্তার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমূখ।