সোনারগাঁয়ে আ’লীগের কমিটিতে হত্যা ও মাদক মামলার আসামিরা স্থান পেয়েছে : কালাম

সোনারগাঁয়ে আ’লীগের কমিটিতে হত্যা ও মাদক মামলার আসামিরা স্থান পেয়েছে : কালাম

সোনারগাঁ প্রতনিধিঃ

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রস্তাবিত কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম। প্রস্তাবিত কমিটিতে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিকে পদ দেওয়া হয়েছে বলে এই নেতা দাবি করেন। এছাড়া আসন্ন দ্বাদশ জ াতীয় সংসদ নির্বাচনে নারায়নোগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

শুক্রবার (৩০ জুন) বিকেল ৪ টায় সোনারগাঁ পৌরসভার নিজ বাড়ি চামেলী ভিলাতে ঈদুল আযহা পরবর্তী পূনর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রস্তাবিত কমিটির নানা দিক আলোচনা করে মাহফুজুর রহমান কালাম বলেন, আমার ৩৮ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা হতে দেখিনি। এটা সাংগঠনিক দূর্বলতার বহিঃপ্রকাশ। এই প্রস্তাবিত কমিটিতে মাদকসেবী, মাদক বিক্রেতা, হত্যা মামলার আসামী জায়গা পেয়েছেন তাই এই কমিটি চূড়ান্ত অনুমোদন পাওয়া নিয়েও অনিশ্চয়তা কাজ করছে।

তার ভাষ্য, নতুন প্রস্তাবিত কমিটির অনেক সদস্যই বিতর্কিত। পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, মাদকসেবী, মাদক বিক্রেতা, হত্যা মামলার আসামী জায়গা পেয়েছেন এবং অনেক কে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে সংগঠনের সম্মানহানি হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা মনোক্ষুণ্ণ ও হতাশ হয়েছেন। এ ধরনের বিতর্কিত কেউ কোনোভাবেই সংগঠনের দায়িত্বশীল পদ-পদবিতে আসতে পারে না।

প্রস্তাবিত কমিটিতে বিতর্কিত নেতাকর্মীদের বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, সোনারগাঁ উপজেলা কমিটিতে যদি কারো নামে বিতর্ক ওঠে এবং তা প্রমাণ হয়, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যাচাই-বাছাই করে দেয়া হবে। কমিটির বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।