সোনারগাঁয়ে চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রজ্জব আলী (৫০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে সড়কের পাশে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রজ্জব আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে মো. সানাউল্লাহ জানান, সোমবার সকালে ৮ টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে আমার বাবা বের হয়। বিকেলে

 পুলিশ স্টেশন থেকে ফোন দিয়ে জানানো হয়, কে বা কারা আমার বাবাকে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে রেখেছে।  এই খবর পেয়ে পুলিশ স্টেশনে ছুটে যাই। সেখানে গিয়ে রক্তাক্ত লাশ দেখতে পাই। নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে সন্তান। আমার স্বামী খুবই সহজ সরল প্রকৃতির মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন। অথচ সামান্য অটোরিকশার জন্য তাকে হত্যা করা হলো। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। তবে ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।