সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জামপৃর ইউনিয়ন পরিষদ।
সোমবার (৩১ জুলাই) বিকালে উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করে জামপুর ইউনিয়ন ৭ গোল এবং পিরোজপুর ইউনিয়ন ৬ গোল করেছে। এতে জামপুর ইউনিয়ন ১ গোলে এগিয়ে বিজয়ী হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম, উপজেলা কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া, আওয়ামীলীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান, মাসুম বিল্লাহ, আবু সাইদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা এম পি জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া’র টিম দের হাতে বিজয়ী পুরুষ্কার তুলে দেন।