নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর তীর দখল করে গড়ে ওঠা ৩৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরকিশোরগঞ্জ এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়, চলে বিকেল চারটা পর্যন্ত।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তাসলিমা আক্তারের নেতৃত্বে মেঘনাঘাট নদী বন্দর কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে। এই সময় উপজেলার চরকিশোরগঞ্জ ও চরহোগলা এলাকায় নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি মিনি রিসোর্ট, ১৫টি দোকান এবং ১৩টি অন্যান্য অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয় বলে জানান মেঘনাঘাট নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক শরীফুল ইসলাম।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, চরকিশোরগঞ্জে অভিযান চলাকালীন স্থানীয় শতাধিক ব্যক্তি অভিযানে বাধা দিয়ে বাঁশ ও ইট হাতে নিয়ে হামলা চালান। এই সময় ইট ছুড়ে এক্সকাভেটরের সামনের কাচ ভাঙচুর করেন তারা। এতে সামান্য আহত হন চালক। পরে পুলিশ বিক্ষুব্দ লোকজনকে সেখান থেকে সরিয়ে দেয় এবং দুই যুবককে আটক পরে।
এদিকে, অভিযান চলাকালীন ঘটনাস্থলে সরেজমিনে মেঘনায় অন্তত তিনটি অবৈধ ড্রেজার দেখা গেলেও তা ভাঙেনি বিআইডব্লিউটিএ।
এই বিষয়ে জানতে চাইলে শরীফুল ইসলাম বলেন, উচ্ছেদের জন্য খননকারক জাহাজের কাছে পৌঁছাতে না পারায় বিআইডব্লিউটিএ সেগুলো ভাঙতে পারেনি। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।