সোনারগাঁয়ে শেখ হাসিনা-শামীম ওসমান সহ ১৮৭ জন আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. জনি (১৭) নামে এক পরিবহন শ্রমিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান সহ  ১৮৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া  অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহতের বাবা ইয়াসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। নিহত জনি নাফ পরিবহন নামে একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান।

মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী আন্দোলনে নামে। অপরদিকে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশিয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় কাঁচপুর নার্সারির সামনে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে ও মারধর করে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন বিকেল ৫টার দিকে কাঁচপুর সেতুর ঢালে বুকে গুলিবিদ্ধ হন জনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এর আগে সদর মডেল থানায় একটি ও সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী- এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *