সোনারগাঁ প্রতিনিধি :
ঈদুল আজহার ছুটিতে নারায়ণগঞ্জে সোনারগাঁ জাদুঘর দর্শনার্থীতে সরগরম। ঈদের আনন্দ উপভোগ করতে দর্শনীয় এই স্থানগুলো বেছে নিয়েছেন দর্শনার্থীরা । ফলে পরিবার স্বজনদের নিয়ে দিনব্যাপী তারা ঘুরে বেড়াচ্ছেন যাদুঘর প্রাঙ্গণ।
রবিবার (৯ জুলাই) সকাল থেকে দর্শনার্থী জাদুঘরে আসতে দেখা গেছে। তাদের এ ঘুরে বেড়ানোকে নিরাপদ করতে বাড়তি দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।
যাদুঘরে ঘুরতে আসা বন্দর উপজেলার আসাদ মিয়া জানান, পুরো যাদুঘর এলাকা ঘুরে দেখবেন। পরিবার নিয়ে সারাদিনের জন্য এখানে ঘুরতে এসেছেন। তবে জাদুঘর এলাকার খাবারের দোকানগুলোতে সুযোগ বুঝে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, এখানে ঘুরতে আসা সবার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। দর্শনার্থী ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন কোন সমস্যা আছে কিনা। ঈদে বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন, সবাই নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন।
জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, এখানে ঘুরতে আসা সবার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। দর্শনার্থী ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন কোন সমস্যা আছে কিনা। ঈদে বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন, সবাই নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন।