সোনারগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁ উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন সোনারগাঁওয়ের আওয়ামী লীগ, স্বেচ্ছালীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামী সোমবার (১৭ জুলাই ২০২৩ইং) সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্বে আসতে স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন অনেকেই।
পিছিয়ে নেই সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা সামসুজ্জামান সামসু। সোনারগাঁও উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে এগিয়ে সামসুজ্জামান সামসু।
সার্বিক বিষয়ে কথা হয় সামসুজ্জামান সামসু সঙ্গে তিনি বলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৎ যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। আমি দলে অনুপ্রবেশকারী নই। ছাত্রজীবন থেকে সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছি। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক এবং কোন অপরাধের সাথেও কোনদিন জড়াইনি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি।
নিজের কাছে আপনি যোগ্য প্রার্থী কিনা- এমন প্রশ্নের জবাবে সামসুজ্জামান সামসু বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রক্ষোপটে দেশবাসী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ড যেমন ব্যক্তিত্ব খুঁজছেন, আমি মনে করি প্রতিটি ক্ষেত্রেই আমি যোগ্য। স্বাভাবিকভাবে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হয়েছি।