স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বপ্না আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন নিখোঁজের পর বৃহস্পতিবার বিকেল ৫ টায় (নাসিক) ৭ নং ওয়ার্ডস্থ কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বপ্না আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি আদমজী এমডব্লিউ স্কুলের ৮ম অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে স্কুলছাত্রীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে। গত ৩০ এপ্রিল থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ ছিলেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।