নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনেরবর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মন্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপি মহাসচিব ও একই আসনের প্রার্থী তৈমুর আলম খন্দকার পাল্টা জবাব দিয়ে বলেন, ‘গাজী সাহেব আমাকে ভিত্তিহীন বলেছেন, তাকে নিয়ে মন্তব্য করে আমি নাকি নিজের অস্তিত্ব রাখছি। এ ধরনের কথা বলে তিনি নিজের গত ১৫ বছরের দুঃশাসন ঢাকতে চাচ্ছে। কে দোষী আর কে নির্দোষী তা প্রমাণ করতে উন্মুক্ত আলোচনায় বসার ব্যবস্থা করেন। সেখানে তৈমূর দোষী হলে আপনারা শাস্তি দিবেন।’
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন এড. তৈমুর। সেখানে নির্বাচনসহ নানান বিষয়ে কথা বলেন তৃণমূল বিএনপির এই মহাসচিব।
তৈমূর আলম বলেন, আমি একজন আইনজীবী। প্রমাণ ছাড়া কোন কথা বলি না।
এর আগে, গত ৪ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হবার পর বের হয়ে সাংবাদিকদের গোলাম দস্তগীর গাজী বলেন, ‘উনার (তৈমূর) কোন ভিত্তি নেই। একটা ভিত্তি গড়ে তুলতে হলে কারও বিরুদ্ধে অভিযোগ তুললে কারও বিরুদ্ধে বললে একটা ভিত্তি হয়। এটা করার জন্যই তিনি নানা অভিযোগ তুলছে।’