শহর প্রতিনিধি :
দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল রেললাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
সময়ক্ষেপন হওয়া প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেললাইনের সঙ্গে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে। প্রকল্প দুটির কাজ দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরোনো দুটি লাইনের প্রকল্পের কাজ একসঙ্গে এগিয়ে চলছে। আগামী বছরের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করা হবে। পরে প্রধানমন্ত্রী সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পদ্মা সেতু প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ের পরিচালক সেলিম রউফ ও বিআরএম সফিকুল ইসলাম সহ রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পদ্মা সেতুর রেল সংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য এ রুটে রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। কবে নাগাদ নারায়ণগঞ্জ রুটে রেলওয়ে সার্ভিসটি চালু করা হবে তা নিশ্চিত করে বলতে পারছিলনা কর্মকর্তারা। ফলে ট্রেন চালু করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মন্ত্রীর বক্তব্যের পরে সেই ধোঁয়াশা কেটে গেছে।