ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় হলি ফেব্রিক্স নামে একটি ডায়িং কারখানায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করেছে। রবিবার (২৩ জুলাই) দিনগত রাত ১টায় সস্তাপুর এলাকায় কারখানাটির টিনশেড ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টায় ডায়িং কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। শুরুতে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও অনেক গুলো ইউনিট এসে কাজ করেছে। কারখানার ভেতরে কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। আগুন নেভাতে গিয়ে আমাদের একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। ডায়িং কারখানার ভেতরে আগুন সীমাবদ্ধ ছিল। ফলে কারখানার মেশিন ও কাপড় পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। তদন্তের পরে নির্দিষ্ট করে ক্ষয় ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে। শর্ট সার্কিট কিংবা বয়লার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটাও তদন্তের পরে নির্দিষ্ট করে বলা সম্ভব হবে।