স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈধ কাগজপত্র ছাড়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে এস এম রহমান আল মাহবুবী ওরফে মো. মাকসুদুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার আমিন আবাসিক এলাকায় নিজ চেম্বারে রোগী দেখার সময় এমবিবিএস পরিচয়ধারী ওই ব্যক্তিকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত মাকসুদুর রহমান ওরফে এম এম রহমান আল মাহবুবী বন্দরের কল্যান্দী এলাকার আব্দুল হাকিমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে তিনি ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ শহরের পলি ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, বন্দর উপজেলার আল হাকিম ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং বন্দর থানার আমিন আবাসিক এলাকার বিশ্ববন্ধু ব্লাড ডোনেশন ক্লাবসহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছিলেন। অথচ তার কাছে চিকিৎসা সেবা দেওয়ার কোন বৈধ কাগজপত্র নেই।
বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বলেন, ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে এক লাখ টাকা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ডায়াগণস্টিক সেন্টার ও প্রাইভেট চেম্বারে রোগি দেখতেন।