সোনারগাঁয়ে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 25, 2025
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ মো. সাকিব (২৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিলে ডাকাতদল উল্টো আক্রমণ করার চেষ্টা করে। তবে পুলিশ তাদের প্রতিহত করে। অভিযানে দুর্ধর্ষ ডাকাত মো. সাকিবকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, যেমন চাপাতি, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল এবং বাঁশের টেটা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “গ্রেপ্তারকৃত সাকিব একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। আমরা তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছি।”
আপনার মতামত লিখুন :