মারা গেছেন ‘গুড্ডা’ খ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 মারা গেছেন ‘গুড্ডা’ খ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত

কয়েক বছর ধরে নানা জটিল অসুখে ভুগছিলেন তিনি। বেশ কয়েক বার হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। ২০১০ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হন। দিল্লির গুরুগ্রামে একটি হাসপাতালে কয়েকদিন আগেও ভর্তি ছিলেন তিনি। ‘গুড্ডা’ নামেই বন্ধুমহলে পরিচিত ছিলেন এ ডিজাইনার। 

তার সৃজনশীল কাজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে সমাদৃত। আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধনই তার সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। আগামী প্রজন্ম ভারতের ডিজাইন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অবদান মনে রাখবে আজীবন।