বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ১


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 27, 2025 বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ১
বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা চালিয়ে ও ভাংচুর করে নগদ ৩৫ হাজার ২৬০ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

অভিযুক্ত সাগর জমাদ্দারসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আহত হলেন-কাউন্টারের পরিচালক সানজিদা সিকদার পান্না (৫০)
  
এ ব্যাপারে আহত বাস কাউন্টার পরিচালক সানজিদা সিকদার পান্না প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে সন্ত্রাসী হামলার ঘটনার সাগর জমাদ্দারের নাম উল্লেখ্য করে ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, সানজিদা সিকদার পান্না দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টার পরিচালনা করে আসছি। শনিবার দুপুরে কাউন্টার পরিচালক করার সময়ে সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী উল্লেখিত কাউন্টারে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০টাকা ছিনিয়ে নেয়। এতে সানজিদা সিকদার হামলাকারি সন্ত্রাসীদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করে নিলাফুলা জখম করে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।