জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 2, 2025
নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদ ও প্রথম যুগ্ন-আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এছাড়া কমিটিতে যুগ্ন-আহ্বায়ক হিসেবে আরও রয়েছেন মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল। সদস্য হিসেবে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য ঘোষিত আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জেলা বিএনপির ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, গত ২৪ ডিসেম্বর থেকে জেলা বিএনপির কমিটি ছিলনা। কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। এখন যারা কমিটিতে এসেছেন তারা সবাই দলের নেতাকর্মীদের ও তৃণমূলের প্রত্যাশা পূরণ করবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের ও জনগণের জন্য কাজ করার আহবান জানাই।
জানা গেছে, অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি এর আগেও জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।
এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন। ২০২৩ সালের ১৭ জুন অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তারা নেতৃত্বে আসেন। তবে কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই তা বিলুপ্ত ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :