ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করবো : জাতীয় নাগরিক কমিটির আল আমিন


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 2, 2025 ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করবো :  জাতীয় নাগরিক কমিটির আল আমিন
চলতি ফেব্রুয়ারী মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেছেন, 
 ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আমরা দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আশা করি, অতিদ্রুত দলের ঘোষণা দিতে পারবো। এই ফেব্রুয়ারীর মধ্যে রাজনৈতিক দল চলে আসবে। 

ফ্যাসিবাদের দোসরদের প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। নতুন বাংলাদেশের সুফোল আমরা ততক্ষণ পর্যন্ত ভোগ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদী দলের শক্তি ও তাদের লোকজন থাকবে। 

স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আটটি বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই বিষয়ে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।

এর আগে, সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। সেখানে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতৃবৃন্দরা।