যেভাবে স্মার্ট ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 যেভাবে স্মার্ট ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন
 বর্তমানে তথ্যপ্রযুক্তি এতোটা এগিয়ে গেছে যে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তে বা কিছু আগে ব্যবহারকারীকে সতর্ক করার চেষ্টা করে। তবে অ্যাপ ছাড়াও অ্যান্ড্রয়েড ও আইফোনের নিজস্ব ফিচারও রয়েছে যা ব্যবহারকারীকে সতর্ক করে।

অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যালার্ট চালু করতে হবে-


১. এই ফিচারটি রয়েছে অ্যান্ড্রয়েড-৫ বা তার উপরের সংস্করণে

২. ফিচারটি চালু থাকতে অবশ্যই সেলুলার বা ওয়াইফাই নেট চালু থাকতে হবে

৩. এছাড়া ফোনের লোকেশান চালু রাখতে হবে

৪. এগুলো চালুর পরে ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & Emergency’ অপশনে যেতে হবে। সরাসরি না পেলে সার্চ থেকে Safety লিখলেই চলে আসবে

৫. সেখানে ‘Earthquake Alert’ অপশনটি চালু করে দিতে হবে

৬. অপশনটির নিচে ‘Permission’ অপশন থাকতে পারে। সেখানে গিয়ে সব পারমিশন চালু করে দিতে হবে

আইফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করার নিয়ম-

১. আবহাওয়া দফতরের তথ্যের ওপর ভিত্তি করে ভূমিকম্প অ্যালার্ট পাঠিয়ে থাকে অ্যাপল

২. সেটি পাওয়ার জন্য আইফোনের সেটিংসে গিয়ে সেখানে নোটিফিকেশন অপশানে ট্যাপ করতে হবে

৩. সেখানে ইমার্জেন্সি অ্যালার্ট চালু করে দিতে হবে। ইমার্জেন্সি অ্যালার্ট পাওয়া না গেলে গভর্মেন্ট অ্যালার্টের সবগুলো অপশন চালু করে দিতে হবে।

এতে যেকোনও প্রাকৃতিক বিপর্যয় এলে ফোনে অ্যালার্ট আসবে। আইফোনেও লোকেশান চালু থাকতে হবে।