আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 23, 2025 আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বাঘানগর ব্রীজের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত নাসির উদ্দিন (৪৫) নরসিংদী সদর উপজেলার আলিপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন পায়রা চত্বর থেকে অটোরিকশা যোগে নিজ বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন। নরসিংদীগামী পাকা সড়কের বাঘানগর ব্রিজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাক অটোরিকশাটি ওভারকেট করার চেষ্টা করে। এতে অটোরিকশার চাকা গর্তে পড়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় অটোরিকশার যাত্রী নাসির উদ্দিন অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ট্রাক ও চালককে শনাক্ত করার কাজ চলছে।