বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। সম্প্রতি একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেয়ার করেছেন নানা অজানা বিষয়। সেখানে তিনি জানান, সহ অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তার গভীর সখ্যতার কথা। এও জানান, মনীষাকে মুম্বাইয়ে বাড়ি কেনার পরামর্শ দিয়েছিলেন শাহরুখ।
শাহরুখ খানের সঙ্গে ১৯৯৫ সালে প্রথম জুটি বাঁধেন মনীষা। তারা প্রেম লালওয়ানি পরিচালিত ‘গুড্ডু’ ছবিতে জুটি হয়ে কাজ করেছিলেন। এরপর ১৯৯৮ সালে ‘দিল সে’ সিনেমায় জুটি হয়ে জনপ্রিয়তা পায় শাহরুখ-মনীষা জুটি। সেই সিনেমা বক্স অফিসে যেমন বাজিমাত করেছিল তেমনি দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। ছবির গানগুলোও পেয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। অনেকে এই সিনেমাকে বলিউডের একটি ক্লাসিক সংযোজন বলে মনে করেন। তবে এরপর আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। যদিও ১৯৯৮ সালে গোবিন্দ ও মনীষা জুটির ‘আচানক’ ছবিতে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেটাই তাদের একসঙ্গে শেষ কাজ করা।
আপনার মতামত লিখুন :