রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 27, 2025 রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল, বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা এলাকার আলম মিয়ার ছেলে সোহান মিয়া।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় একদল ভুয়া ডিবি পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফয়সাল, সোহান মিয়া নামে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে। তাদের কাছে ডিবি লেখা পোশাক, তিনটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।