আড়াইহাজারে পাওনা টাকা না পেয়ে কিলঘুষি, যুবক নিহত
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 15, 2025
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে কিলঘুষিতে নাজিমউদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের এই ঘটনা ঘটে।
নিহত নাজিমউদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। অভিযুক্ত হলেন- শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিমের কাছ থেকে নাজিমউদ্দিন ১৫শ টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমউদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে যায়। তবে নাজিমউদ্দিনের কাছে টাকা নেই এবং পরে পাওনা টাকা পরিশোধ করবে বলে পাওনাদারকে জানিয়ে দেয়। এতে তর্কে জড়িয়ে পড়ে দুপক্ষ। তর্কের এক পর্যায়ে নাজিমউদ্দিনকে কিলঘুষি দেয় ইব্রাহিম। এই ঘটনার পরে নাজিমউদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করে ও অসুস্থ হয়ে পরে। অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠয়ে দেয়। হাসপাতালে যাওয়ার পথে রাত ১১ টার দিকে নাজিমউদ্দিন মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হেসেন বলেন, নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :