৩ মামলায় যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 30, 2025 ৩ মামলায় যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির বিরুদ্ধে পৃথক তিন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিনদিন ও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, পৃথক তিনটি মামলায় ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

জানা গেছে,  নারায়ণগঞ্জ সদর থানার স্বজন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সাথে সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালতে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেফতার করে পুলিশ।