বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপারকম্পিউটার হলো ‘ইএল ক্যাপ্টেন’। এটি ডিজাইন ও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) কোম্পানি। ২০২৪ সালের নভেম্বরে চালু করা হয় এটি। সঙ্গে সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপারকম্পিউটারের তকমাটি নিজের দখলে নিয়ে ফেলে এই সুপারকম্পিউটার। তবে এর সিস্টেম ও ইকুইপমেন্ট ইনস্টলেশনের কাজ শুরু হয় আরও আগে, ২০২৩ সালের মে মাসে।
মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের এই সুপারকম্পিউটার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোরে অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে।
২০২২ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ছিল ফ্রন্টিয়ার। এই ফ্রন্টায়ারকে পেছনে ফেলে এগিয়ে গেছে নতুন প্রজন্মের ‘ইএল ক্যাপ্টেন’। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে লিনাক্সভিত্তিক টস (টিওএসএস) অপারেটিং সিস্টেম।
আপনার মতামত লিখুন :