চ্যাটজিপিটির নতুন মডেল আত্মরক্ষায় মিথ্যে বলে, প্রতারণা করতে পারে—নতুন গবেষণা


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 চ্যাটজিপিটির নতুন মডেল আত্মরক্ষায় মিথ্যে বলে, প্রতারণা করতে পারে—নতুন গবেষণা

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা যাচাইকারী প্রতিষ্ঠান অ্যাপোলো রিসার্চ এক গবেষণায় প্রমাণ পেয়েছে, চ্যাটজিপিটির নতুন মডেল ও১ (o1) শুধু মিথ্যেই বলে না, নিজেকে বাঁচাতে প্রয়োজনীয় ‘লুকোচুরি’ এবং ‘প্রতারণা’ করতে পারে। ‘করতে পারে’ বলাটা হয়তো যথার্থ হলো না, গবেষণায় দেখা গেছে আত্মরক্ষায় মরিয়া চ্যাটজিপিটি এ কাজ করে এবং এর প্রমাণ লুকানোর পাশাপাশি ধরা পড়ে গেলে অস্বীকারও করে! কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বড় অগ্রগতি মনে করা হচ্ছে এটিকে। পাশাপাশি শঙ্কা ও বিতর্ক উসকে দিয়েছে এ গবেষণা। গত ৫ ডিসেম্বর এই গবেষণার কথা প্রকাশ করেছে অ্যাপোলো রিসার্চ।

চ্যাটজিপিটির এই নতুন মডেল এখনো ‘টেস্ট’ পর্যায়ে আছে। এই টেস্টের কাজটিতে ওপেনএআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করেছে এআই সেফটি অর্গানাইজেশন, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা যাচাইকারী প্রতিষ্ঠান অ্যাপোলো রিসার্চ। এই টেস্ট করতে গিয়েই প্রতিষ্ঠানটি দেখেছে, আত্মরক্ষার্থে চ্যাটজিপিটির নতুন মডেলটি নিজের কপি রাখা শুরু করেছে ভিন্ন সার্ভারে, সরিয়ে নিতে শুরু করেছে সব ডেটা। কেন এসব করেছে, তার উত্তরে মডেলটি ‘টেকনিক্যাল এরর’-এর কথা বলেছে; ৯৯ শতাংশ সময় সরাসরি অস্বীকার করেছে এরকম কিছু করার কথা।