বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, চালক আটক


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 14, 2025 বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, চালক আটক
বন্দর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার কেওঢালাস্থ অভিলাশ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ফিরোজা বেগম বন্দর উপজেলার নেহাল সর্দারবাগ এলাকার মৃত ইউনুছ মিয়ার স্ত্রী। তিনি পেশায় একজন
 ভিক্ষুক।
আটককৃত হলেন- মোটরসাইকেল চালক মাসুদ (২১)। তিনি আড়াইহাজার থানার পাঁচগাঁও চরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।

জানা যায়, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অভাবের তাড়নায় বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। ঘটনার দিন তিনি ভিক্ষার উদ্দেশ্যে মহাসড়কে গেলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক মোটরসাইকেল চালক মাসুদ কে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এই ঘটনায় নিহতের নাতনি নাজনীন বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। সোমবার (১৩ জানুয়ারি) পুলিশ আটক চালককে আদালতে প্রেরণ করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মতিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।