সিদ্ধিরগঞ্জে দুটি কারখানা ভয়াবহ আগুনে পুড়ে ছাই


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 16, 2025 সিদ্ধিরগঞ্জে দুটি কারখানা ভয়াবহ আগুনে পুড়ে ছাই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইলের বউ বাজার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, শান্তিনগর এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি সুতার কোন তৈরির কারখানায় প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় ফ্যাক্টরির সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের গার্মেন্টের ওয়েস্টেজের চারটি গোডাউনে আগুন ধরে সব পুড়ে গেছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী শরীফ নামে একজন বলেন, প্রথমে নূরে আলমের সুতা তৈরির কারখানায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ও গার্মেন্টের ওয়েস্টেজের চারটি গোডাউনে। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুনে দুটি কারখানা ও গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে শুরুতে একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট এসে যৌথভাবে কাজ শুরু করে। সকাল ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আগুন নেভাতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, "আগুন লাগার খবর পেয়ে হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে এসে আমরা দেখেছি, রেজিন,প্যাকিংবক্স, কুনিং এবং ক্যামিকেলসহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। সেই সাথে আগুনের ভয়াবহতা ছিল অনেক। আমাদের ছয়টা ইউনিট দ্রুত আগুন নির্বাপণের চেষ্টা করেছি। শুরুতে পানির অনেক সংকট ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্নভাবে পানির ব্যবস্থা করি। সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।"