নির্বাচন না দিয়ে সংস্কার বলে চিৎকার করছে এই সরকার : টিপু


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 নির্বাচন না দিয়ে সংস্কার বলে চিৎকার করছে এই সরকার : টিপু নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গত ১৬ বছর আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই। এমনকি স্ত্রী-সন্তান, পিতা-মাতার চেহারাও অনেক দিন দেখতে পারি নাই। এতকিছুর পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন এবং পালিয়ে গেলেন। এরপর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো। আমরা আশা করেছিলাম এই সরকার বাংলার মানুষের চিন্তা চেতনা বুঝে নিবেন। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিলেন এই সরকারের পাশে থাকো। আমরা এই সরকারের পাশেই আছি। কিন্তু নির্বাচন না দিয়ে সংস্কার বলে চিৎকার করছে এই সরকার।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৯-২০২৩ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করেছেন। এই পরিচালনা করার অবস্থায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমাদের কি উপহার দিলো? গুম, খুন, আয়নাঘর, বাকশাল, গণতন্ত্রকে হত্যা করা। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে অর্থ পাচার করে প্রতিটি ব্যাংককে শুন্যের কোঠায় নিয়ে এসেছে। এমনকি সিন্ডিকেট করে বিভিন্ন গ্রুপের সাথে আতাত করে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করেছেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা ৩১দফা দাবি পেশ করেছে, বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১দফা বাস্তবায়ন করবে।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।